Showing posts with label কথা মালা. Show all posts
Showing posts with label কথা মালা. Show all posts

17 April 2015



মানুষের মনের ভেতর অনেক গুলো স্তর থাকে
তার পরিচিত মানুষ গুলো সেখানের এক একটি স্তরে দখল করে থাকে।
যখন সে মানুষটি একটি করে এমন কাজ করে, যা সে তার কাছ থেকে কখনো আশা করেনি তখন সে তার সেই স্তর থেকে নিচে নামতে থাকে। এভাবে নামতে নামতে এক সময় সে নেমে আসে একদন শেষ স্তর এ,
এর পরের ব্যাপার টি হয় সবচেয়ে ভয়ংকর
কারন এরপর সে আর মনে থাকে না, আর কেউ যদি একবার মন থেকে উঠে যায় তাহলে আর কোনদিন সে সেখানে ফিরে যেতে পারে না...
তাই কখনো এমন কোন কাজ করতে নেই যাতে কারো নজরে নিচে নেমে যাও, উঠে যাও মন থেকে...
মনে রেখো তুমি কারো না কারো মনের সবচেয়ে উঁচু স্তরে অবস্থান করছো... 

মানের স্তরে তোমার স্থানটি কোথায়???

Read More

15 April 2015



নীলঃ এই তোমাকে বুকের মাঝে জড়িয়ে নিলেই কাঁদতে শুরু কর কেন বলবে??এমন না যে তোমার চোখ মুছে দিতে আমার ভালো লাগে না, তুমি কাঁদছো এইটা আমার ভালো লাগে না, বুকের মাঝে এসে কেউ কাঁদে? পাগলী একটা...
নীলাঃ তোমার বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদার মাঝে অন্য রকম একটা সুখ আছে, ও তোমায় বুঝতে হবে না, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও তো, আমি তোমার বুকে ঘুমুবো এখন, খুব ঘুম পাচ্ছে :)
নীলঃ ^_^

তোমাকে বুকের মাঝে জড়িয়ে নিলেই কাঁদতে শুরু কর কেন

Read More

05 April 2015



নীলা একদিন বললো ,
আমি ঐ নদীর পাড়টায় বসবো
তুমি আসবে??
নীল বলেছিল আসবে
দুপুর গড়িয়ে বিকেল হলো
হটাত ই জমলো মেঘ
নীল বের হবে
কিন্তু তাকে আটকে দিল ঝড়
ভাবলো নীলা বোধয় আসবে না,
দেখছো না বাইছে ঝড়
বিকেল পেরিয়ে যাচ্ছে,
সেদিন বিকেল টা ছিল সায়াহ্ন
আকাশ অন্ধকার
ঘড়ির কাটা ঘুরে ঘুরে সন্ধ্যা
থামছে না তবু ঝড়
হঠাট একটা ফোন এলো
নীলা কোথায়?
চমকে উঠলো নীল
পাগলের মত ছুটে গেল নদীর পাড়ে
সেখানেই ছিল নীলা,
দিশেহারা, ভয়ে কাঁদো কাঁদো
শিমুল গাছটার নিচে
নীল গিয়েই একটা চড় কোষে দিল গালে
তারপর নিজেই কেঁদে জড়িয়ে নিলো বুকে
এ কেমন পাগলামি তোমার!!
শিমুল গাছটা সাক্ষী হয়ে রইলো সে ভালোবাসার...
জানো আজো সেই শিমুল গাছ টা ঠায় দাঁড়িয়ে আছে
আজো নীল মাঝে মাঝেই বসে থাকে সেখানে
একাকী, একটা ঝড়ের অপেক্ষায়
হয়তো দেখা মিলবে কল্পনায়...

একটা ঝড়ের অপেক্ষায়

Read More

04 April 2015



নীলা তোমার কি মনে আছে সেই বৃষ্টি রাতের কথা,
যে রাতে জানালার পাশে বসে ছিলাম দুজন...
হটাত তুমি বললেঃ
নীলাঃ তোমার গল্পের নায়িকা গুলোকে বলে দিবা ভালো হয়ে যেতে ওরা খুব পচা.. 
এই নীল চলনা দুজনে একসাথে জানালা দিয়ে বৃষ্টি ছুই......
নীল :আচ্ছা... আমি জানালা দিয়ে হাত বারিয়ে দিয়েছি...
তোমার হাতটি ঠিক আমার হাতের উপর, আমি তোমার হাত ছুঁয়ে রেখেছি...
নীলাঃ ইস, এই তোমার হাত সরাও, ভিজিয়ে দিব কিন্তু... 
kiki emotic
নীলঃ এই আমার দিকে তাকাও... তোমার চোখে একটু চোখ রাখতে দিবে???
নীলাঃ না দিবো না ...
নীলঃ আচ্ছা না দিলে,
এই বৃষ্টি মাখা হাতে তোমার হাতটি একটু ছুঁয়ে দেই????
নীলাঃ কারনটা জানবে না নীল
নীলঃ বল নীলা, আমি কান পেতে আছি...
নীলাঃ তোমার চোখে চোখ রেখে যদি ফেরাতে না পারি
যদি এই বদ্ধ ঘরে তোমার চোখের নেশায় মাতাল হয়ে যাই,
তখন মাতাল আমায় পারবে কি সামলাতে...............

         আমি তোমায় কি বলেছিলাম তখন মনে আছে নীলা??
""জানো নীলা আমার খুব ভয় হয় তুমি হারিয়ে যাবে...
আর কখনো তোমায় ছুতে পাবো না...
বুকে জড়িয়ে রাখতে পারবো না...
আজ রাতে নীলা নামের এই নীল পরী হয়ত আর কখনো আমার কোলে মাথা রেখে শুতে চাইবে না...
এই ভয় আমাকে ধিরে ধিরে মেরে ফেলছে নীলা... frown emotico"
বৃষ্টিতে পুরনো স্মৃতি গুলো আঁকড়ে ধরে পিছু টানে, আবার কোন বৃষ্টির রাতে জানালার পাশে বসে যদি পাশ ফিরে চেয়ে দেখি তুমি নেই, কখনো কি ভেবে দেখেছ, কি করবে তোমার নীল তখন?????

আবার কোন এক বৃষ্টি রাতে জানালার পাশে বসে

Read More

31 March 2015


সবাই তো জানো কষ্টের রঙ নীল
কেউ কি জানো সুখের রঙ কি?

সুখের রঙ হচ্ছে সাদা
আসলে সুখ কোন একক নয়
হাসি, রাগ, অভিমান অশ্রু, কষ্ট, স্মৃতি, আনন্দ
এ সব কিছু নিয়েই আসলে সৃষ্টি হয় সুখ
ঠিক যেমন টা রংধনুর সব রঙ মিলে হয় সাদা
রংধনুর এক একটা রঙ হচ্ছে এক একটা অনুভূতি
আর সব মিলে হয় সুখ
তাই সুখের রঙ হচ্ছে সাদা

সুখের রঙ

Read More

29 March 2015


এক একটা রাত আসে আর ঘড়ির কাটার মত টিক টিক করে চলতে থাকে অপেক্ষার কাটা
সারারাত চেয়ে থাকি ফোনের দিকে...
কখন দেখাবে "মেসেজ ডেলিভার্ড"
কিংবা একটা ছোট্ট মেসেজ , "কেমন আছ নীল? তুমি কি ঘুমিয়ে পড়েছ ?"
হটাত ই কখন যেন ঘুমিয়ে পড়ি
ঘুম ভাংতেই হাতড়ে খুঁজে বের করি ফোন টা
আর খুজতে থাকি নটিফিকেশন, মেসেজ , মিসড কল, কিংবা কে জানে কি খুঁজি...
এভাবেই সময় কেটে যায় সময়, দিন গুলো কাটে ব্যাস্ততায় , তার মাঝেই হয়ত আনমনে লিখে ফেলি কোন ছোট্ট মেসেজ "খুব মিস করছি তো, কোথায় তুমি??"
আর হয়ত অজান্তেই পাঠিয়ে দেই একটি চিরচেনা নাম্বারে
কিংবা ইচ্ছে করেই হয়ত শুনি একটি মিষ্টি মেয়েলি কন্ঠ, "আপনার কাংখিত নাম্বার টি" একবার , বারবার অনেকবার
মাঝে মাঝে ভালোই লাগে শুনতে
নিঝুম বিকেলে শূন্যতার মাঝে হটাত ইনবক্স থেকে খুঁজে পাওয়া একটা মেসেজ ই হারিয়ে দেয় অজানায়, স্বপ্ন দেখায়, স্বপ্ন আঁকায়, মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি অদ্ভুত আমিও আকি স্বপ্ন...
আর বাস্তবে এনে দেয় হয়ত দরজায় কড়া নক কিংবা ছুটতে থাকা কোন গাড়ীর হর্ণ...
ঢাকা শহরের এই জিনিষ টা আমার ভালোই লাগে, হটাতি চমকে উঠি, তারপর হেসে উঠি মনের অজান্তেই...
 হটাত ই এক সময় ফোন আসে, তার মিষ্টি কন্ঠে বলে, কেমন আছ নীল.. তারপর যেন সব স্বাভাবিক, কিচ্ছু হয়নি কোথাও, হাসি গল্প লুকোচুরি ঠিক যেন কোন শিল্পীর ছবি আঁকার খাতাটার একটার পর একটা উলটে যাচ্ছে পাতা, দেখে মনে হয় ঠিক কোথায় যেন লেখা

"বইছে স্বপ্নের মেলা
সব দেখা হলো সাড়া
পূর্ণ করবি তো আয়
আমারি এ অবেলায়"

চারিদিকে যেন সুখের ছড়াছড়ি, ঠিক পর মুহুর্তেই আবার সেই লুকানো আর্তনাদ , "প্লিজ যেওনা প্লিজ, প্লিজ আর একটু থাকো, একটু..."
তারপর আবার অজানা, একাকী রাত, ক্লান্ত দুপুর
অপেক্ষা অপেক্ষা অপেক্ষা

বইছে স্বপ্নের মেলা, সব দেখা হলো সাড়া, পূর্ণ করবি তো আয়, আমারি এ অবেলায়

Read More

27 March 2015


নীলাঃ আচ্ছা নীল হটাত করে যদি আমায় খুঁজে না পাও, হটাত করেই যদি আমি হারিয়ে যাই কি করবে?? 
নীলঃ তুমি হারাবে না। কারন তুমি আছো আমার মনে, আর কারো মন থেকে কেউ কখনো হারাতে পারে না তাই অযথা হারানোর চেষ্টা করো না কোন লাভ নেই। যেখানেই যাও খুঁজে নেবো 
নীলাঃ আর যদি একবারে চলে যাই না ফেরার দেশে... 
নীলঃ তাহলে তো অপেক্ষার পালা হবে তোমার, পারবে না অপেক্ষা করতে?? 
নীলাঃ পারবো 
নীলঃ আমি ও পারবো... , নীলা শোন, ভালোবাসি তোমায়... 
নীলাঃ ভালোবাসি ভালোবাসি ভালোবাসি........ 

যদি হারিয়ে যাও

Read More

26 March 2015


অনেক সময় অনেক কিছুই বলার থাকে শুধু বলা হয়ে উঠে না 
আর সেই না বলা কথা গুলোই একদিন হয়ে উঠে চিরচেনা একটা শব্দ "ভালোবাসি" 

না বলা কথা

Read More