Showing posts with label কাব্য কথা. Show all posts
Showing posts with label কাব্য কথা. Show all posts

22 August 2015

তোমার আমার মেঘলা দিনে
তোমার ইচ্ছের অপেক্ষাতে
কাটছে সময় তোমার পথে
এখনি সময় একটু চোখ মেলো
আমার আকাশ কাঁদবে আজ
ওপার মেঘে করেছে সাজ
তুমি আসোনি
তবুও বৃষ্টি এলো
আমার সকাল তোমার চোখে
খুঁজছে সুখ অন্তরাতে
ইচ্ছে গুলো আজ এলোমেলো
ভাগছে ঘুম দেখছে খুব
চোখের তারায় ক্লান্তি সুর
কপাল ছুঁয়ে মিশবে আজি দেখো
ও ও ও
অপেক্ষাতেই কাটছে দিন
তোমার নেশায় ক্লান্তিহীন
তুমি আসবে হাসবে সকাল গুলো...
আমার আকাশ কাঁদবে আজ
ওপার মেঘে করেছে সাজ
তুমি আসোনি
তবুও বৃষ্টি এলো........

তবুও বৃষ্টি এলো......

Read More

04 April 2015


তোমার খুব সহজ একটা কথা ছিলো, 
আমার একটা কবিতা লিখো... 
আমার জল ভরা শান্ত চোখের 
গড়িয়ে পরা বৃষ্টির- 
যা কেউ দেখেনি! 
সেদিন বৃষ্টি ছিলো। 
শুনে আমার কষ্টের ঘাসফড়িং 
ঠায় খুঁজে যায় বুকে 
কিসে লিখি? মনপাতা যায় পুড়ে। 

তোমার খুব সহজ একটা কথা ছিলো 
আমার একটা গান লিখো 
আমার নিস্তব্ধ অশান্ত মনের 
অব্যাক্ত শব্দের- 
যা কেউ শুনেনি! 
সেদিন নিরবতা ছিল। 
শুনে আমার সুর গুলো শূন্যতায় 
ঠায় খুঁজে বুকে 
কিসে লিখি ? মৌনতা চারিদিকে। 

আমি বরং কাঁদতে পারি অবসাদে 
তোমার জল ভরা শান্ত চোখের 
গড়িয়ে পরা বৃষ্টির মত 
যা কেউ দেখেনি- 
সেদিন শুধু বৃষ্টি ছিলো। 



জানো আমি সেদিন কবিতা লিখিনি 
বুকের কোনায় বেড়ে ওঠা কষ্টের পাহাড়গুলো 
নিজ হাতে ভেঙ্গেছি সেদিন 
মনের সব আধার কোনার ছোট্ট ছোট্ট সুখ বিন্দুগুলো 
আকড়ে এনে বানিয়েছি একটি কুড়েঘর 
তোমার জন্য 
সেদিন সুখ ছিল 

সেদিন শুধু বৃষ্টি ছিল 
সেদিন শুধুই নীরবতা ছিল 
আর ছিল স্বপ্ন 
তোমার ওই শান্ত চোখের জমতে থাকা 
জল গুলো আটকাবার 
সেদিন সুখ ছিল 
সেদিন আমি কবিতা লিখিনি…

সেদিন আমি কবিতা লিখিনি

Read More

01 April 2015


এক মিষ্টি সকালে হটাত পাশ ফিরে
যদি আমায় না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার গায়ে উপচে পরা মিষ্টি রোদে আমি আছি
তোমার ঘুম ভাঙ্গানো পাখির ডাকে আমি আছি...
দুপুরের তপ্ত গরমে হটাত ফিরে দাঁড়িয়ে
যদি আমায় না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার দিকে ছুটে আসা এক ঝাঁপটা দখিনা হাওয়ায় আমি আছি
তোমার ঘেমে যাওয়া শরীরের বিন্দু বিন্দু লোম কূপের অবাধ শীতলতায় আমি আছি...
গোসল সেরে ভেজা শাড়ীতে দাঁড়িয়ে হটাত সামনে তাকিয়ে
যদি আমায় না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার ভেজা চুলে লুটিয়ে পড়া এক পলসা বাতাসে আমি আছি
তোমার ভেজা শাড়ীর আচল চুয়ে পড়া জলের মাঝে আমি আছি
কোন গোধুলী বিকেলে তোমার হাতে হটাত
যদি আমার হাতটি না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার নীল শাড়ীর নীলিমায় আমি আছি
তোমার নীল চুড়ির রিনিঝিনি শব্দে আমি আছি
তোমার নীল টিপে গড়িয়ে পড়া আবছা আধারে আমি আছি

তোমার গাল বেয়ে নেমে আসা ঐ লোনা জলে আমি আছি
হটাত ছুটে এসে জড়িয়ে ধরে তোমার কপালে চুমু এঁকে দেওয়ার বিভোর স্বপ্নে আমি আছি
তোমার হাজারো স্বপ্নের ভিরে তোমার হাতটি ধরে
দূর অজানার পথে আমি আছি,
তুমি তাকিয়ে দেখ নীলা
আমি ঠিক তোমার পাশেই বসে আছি............

ভেবো না আমি নেই

Read More

15 March 2015

দুঃখরা একদিন মুছে যাবে ঠিকি হটাত আসা ভালোবাসা আলিঙ্গন নিরবধি
শুভ্র বিকেল হটাত আকাশ নীলচে রাঙ্গা মেঘ চায়ের কাপ এক পলক একাকীত্বের শেষ
মুঠো ভরা সুখ হাসি হাসি মুখ কান্ত জীর্ন সাঝে কি জানি নাই কি জানি নাই কাকে যেন আজ খুঁজে 

আজ তোদের খুঁজে ফিরি

Read More

তুই চলে গেলি,
তারপর...........................
কিছু বিরতি
জোছনা আলোকিত রাত
কেও খুব তাড়াহুড়ো করে কাছে আসলো আর বলল !
"ভালবাসতেই হবে কিন্তু, নচেৎ ছারছিনা"
এ তোমার আমার সাত জন্মের বাধন
সত্যি আমি আঁকড়ে ধরবো!
কত দিনের জমানো কথা মনে হচ্ছে বুকে চেপে আছে তার
আজকের জন্য ছিল দীর্ঘ প্রতিক্ষা ।

দৃষ্টির আড়ালে

Read More

মা তুমি অপরাধী তোমার থেকে শিখেছি ,
কি করে মুখে হাসি বুকে কষ্ট লুকুতে হয়।
মা তুমি ই দায়ি!
তোমার থেকে শিখেছি ,
কি করে মানিয়ে নিতে হয়।
মা তুমি বলেছিলে ,
"কয় জন বড় না মা সয় জন বড় "
ও মাগো আর সইতে পারিনা।
মা তুমি অপরাধী
শিখিয়েছিলে কি করে দায়িত্ব নিতে হয়
মা তুমি অপরাধী শিখিয়েছিলে,

মা তুমি অপরাধী

Read More