Showing posts with label গানের কথা. Show all posts
Showing posts with label গানের কথা. Show all posts

15 April 2015




সখি,ভাবনা কাহারে বলে-
সখি,যাতনা কাহারে বলে?
তোমরা যে বলও দিবসও রজনী-ভালবাসা ভালবাসা।
সেকি কেবলই যাতনাময়,সেকি কেবলই চোখের জল,সেকি কেবলই দুখের শ্বাস!
লোকে তবে করে কি সুখেরী তরে এমন দুখের আশ!
আমার চোখে তো সকলই শোভন,সকলই নবীন,সকলই বিমল-
সুনীল আকাশ,শ্যামল কানন,বিষাদ জোছনা,কুসুমও কোমল
সকলই আমার মত তারা-কেবলই হাসে কেবলই গায়...
হাসিয়া-খেলিয়া মরিতে চায়,না জানে বেদন,না জানে রোদন
না জানে শাদের যাতনা যতন...
ফুল সে হাসিতে হাসিতে জরে,জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা তে আগে কায়।
আমার মত সখি কে আছে,আয় সখি আমার কাছে।
সখি হৃদয়য়ের সুখের গান,শুনিয়া তোদের জুড়াবে প্রান-
প্রতিদিন যদি কাঁদবি কেবল একদিন নয় হাসিবি তোরা,
একদিন নয় বিষাদ ভুলিয়া    সকলে মিলিয়া গাহিব মোরা।।

সখী ভাবনা কাহারে বলে - রবীন্দ্রনাথ ঠাকুর

Read More

08 April 2015



গানঃ আলস্য ( Aloshyo )
এ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো না
শিল্পীঃ অনুপম রায়

                   


লিরিকঃ

সেই গ্রীষ্মের সকাল গুলো তেই
পর্দা ঠেলে সরিয়ে
হাওয়া দিলো ভাসিয়ে…
হাওয়া দিলো ভাসিয়ে
তখন
আমার এ বিছানা ঘুম
ছাড়েনি চোখের কোন
আর হাওয়াতে লাগালো দোল
হাওয়াতে লাগালো দোল
তখন আবার এ জাগে
কোন অচেনা সংগাতে
তখন আবার এ জাগে
কোন অচেনা সংগাতে
যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি
তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না , বুজো না
আমি এলাম বলে
এখনো সময় অনেক বাকি… ওওওও
*♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
আমার মনের এ গোপন পথে
আজো সে বাউন্ডুলে
চোখ রেখে কাটা ঘুড়িতে
হটাত যায় হারিয়ে
আমার
মনের গভিরতা কে
অনুভূতির আঙ্গুলে
স্পর্শ করে দেখনি
স্পর্শ করে দেখনি
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি
তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না , বুজো না
আমি এলাম বলে
এখনো সময় অনেক বাকি… ওওওও

আলস্য - Aloshyo – অনুপম রায় Lyrics

Read More