28 September 2020

২৭ সেপ্টেম্বর ২০২০ গোপালের প্রথম দুধ দাঁত পরলো, আমরা ভেবেছিলাম গোপাল অনেক ভয় পাবে কিন্তু গোপালের প্রতিক্রিয়া ছিল হাস্যউজ্জ্বল তার ধারনা টুথ ফেইরি এসে তার দাঁত নিয়ে যাবে তাই সে তার দাঁত বালিশের নিচে রাখবে, সম্পূর্ণ গল্প দেখতে পাবেন ভিডিও তে

গোপালের প্রথম দাঁত পরার পর গোপালের প্রতিক্রিয়া (gopaler prothom dat pora...

Read More

22 August 2015

তোমার আমার মেঘলা দিনে
তোমার ইচ্ছের অপেক্ষাতে
কাটছে সময় তোমার পথে
এখনি সময় একটু চোখ মেলো
আমার আকাশ কাঁদবে আজ
ওপার মেঘে করেছে সাজ
তুমি আসোনি
তবুও বৃষ্টি এলো
আমার সকাল তোমার চোখে
খুঁজছে সুখ অন্তরাতে
ইচ্ছে গুলো আজ এলোমেলো
ভাগছে ঘুম দেখছে খুব
চোখের তারায় ক্লান্তি সুর
কপাল ছুঁয়ে মিশবে আজি দেখো
ও ও ও
অপেক্ষাতেই কাটছে দিন
তোমার নেশায় ক্লান্তিহীন
তুমি আসবে হাসবে সকাল গুলো...
আমার আকাশ কাঁদবে আজ
ওপার মেঘে করেছে সাজ
তুমি আসোনি
তবুও বৃষ্টি এলো........

তবুও বৃষ্টি এলো......

Read More

17 April 2015



মানুষের মনের ভেতর অনেক গুলো স্তর থাকে
তার পরিচিত মানুষ গুলো সেখানের এক একটি স্তরে দখল করে থাকে।
যখন সে মানুষটি একটি করে এমন কাজ করে, যা সে তার কাছ থেকে কখনো আশা করেনি তখন সে তার সেই স্তর থেকে নিচে নামতে থাকে। এভাবে নামতে নামতে এক সময় সে নেমে আসে একদন শেষ স্তর এ,
এর পরের ব্যাপার টি হয় সবচেয়ে ভয়ংকর
কারন এরপর সে আর মনে থাকে না, আর কেউ যদি একবার মন থেকে উঠে যায় তাহলে আর কোনদিন সে সেখানে ফিরে যেতে পারে না...
তাই কখনো এমন কোন কাজ করতে নেই যাতে কারো নজরে নিচে নেমে যাও, উঠে যাও মন থেকে...
মনে রেখো তুমি কারো না কারো মনের সবচেয়ে উঁচু স্তরে অবস্থান করছো... 

মানের স্তরে তোমার স্থানটি কোথায়???

Read More

15 April 2015



নীলঃ এই তোমাকে বুকের মাঝে জড়িয়ে নিলেই কাঁদতে শুরু কর কেন বলবে??এমন না যে তোমার চোখ মুছে দিতে আমার ভালো লাগে না, তুমি কাঁদছো এইটা আমার ভালো লাগে না, বুকের মাঝে এসে কেউ কাঁদে? পাগলী একটা...
নীলাঃ তোমার বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদার মাঝে অন্য রকম একটা সুখ আছে, ও তোমায় বুঝতে হবে না, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও তো, আমি তোমার বুকে ঘুমুবো এখন, খুব ঘুম পাচ্ছে :)
নীলঃ ^_^

তোমাকে বুকের মাঝে জড়িয়ে নিলেই কাঁদতে শুরু কর কেন

Read More




সখি,ভাবনা কাহারে বলে-
সখি,যাতনা কাহারে বলে?
তোমরা যে বলও দিবসও রজনী-ভালবাসা ভালবাসা।
সেকি কেবলই যাতনাময়,সেকি কেবলই চোখের জল,সেকি কেবলই দুখের শ্বাস!
লোকে তবে করে কি সুখেরী তরে এমন দুখের আশ!
আমার চোখে তো সকলই শোভন,সকলই নবীন,সকলই বিমল-
সুনীল আকাশ,শ্যামল কানন,বিষাদ জোছনা,কুসুমও কোমল
সকলই আমার মত তারা-কেবলই হাসে কেবলই গায়...
হাসিয়া-খেলিয়া মরিতে চায়,না জানে বেদন,না জানে রোদন
না জানে শাদের যাতনা যতন...
ফুল সে হাসিতে হাসিতে জরে,জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা তে আগে কায়।
আমার মত সখি কে আছে,আয় সখি আমার কাছে।
সখি হৃদয়য়ের সুখের গান,শুনিয়া তোদের জুড়াবে প্রান-
প্রতিদিন যদি কাঁদবি কেবল একদিন নয় হাসিবি তোরা,
একদিন নয় বিষাদ ভুলিয়া    সকলে মিলিয়া গাহিব মোরা।।

সখী ভাবনা কাহারে বলে - রবীন্দ্রনাথ ঠাকুর

Read More

08 April 2015



গানঃ আলস্য ( Aloshyo )
এ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো না
শিল্পীঃ অনুপম রায়

                   


লিরিকঃ

সেই গ্রীষ্মের সকাল গুলো তেই
পর্দা ঠেলে সরিয়ে
হাওয়া দিলো ভাসিয়ে…
হাওয়া দিলো ভাসিয়ে
তখন
আমার এ বিছানা ঘুম
ছাড়েনি চোখের কোন
আর হাওয়াতে লাগালো দোল
হাওয়াতে লাগালো দোল
তখন আবার এ জাগে
কোন অচেনা সংগাতে
তখন আবার এ জাগে
কোন অচেনা সংগাতে
যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি
তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না , বুজো না
আমি এলাম বলে
এখনো সময় অনেক বাকি… ওওওও
*♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
আমার মনের এ গোপন পথে
আজো সে বাউন্ডুলে
চোখ রেখে কাটা ঘুড়িতে
হটাত যায় হারিয়ে
আমার
মনের গভিরতা কে
অনুভূতির আঙ্গুলে
স্পর্শ করে দেখনি
স্পর্শ করে দেখনি
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি
তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না , বুজো না
আমি এলাম বলে
এখনো সময় অনেক বাকি… ওওওও

আলস্য - Aloshyo – অনুপম রায় Lyrics

Read More

05 April 2015



নীলা একদিন বললো ,
আমি ঐ নদীর পাড়টায় বসবো
তুমি আসবে??
নীল বলেছিল আসবে
দুপুর গড়িয়ে বিকেল হলো
হটাত ই জমলো মেঘ
নীল বের হবে
কিন্তু তাকে আটকে দিল ঝড়
ভাবলো নীলা বোধয় আসবে না,
দেখছো না বাইছে ঝড়
বিকেল পেরিয়ে যাচ্ছে,
সেদিন বিকেল টা ছিল সায়াহ্ন
আকাশ অন্ধকার
ঘড়ির কাটা ঘুরে ঘুরে সন্ধ্যা
থামছে না তবু ঝড়
হঠাট একটা ফোন এলো
নীলা কোথায়?
চমকে উঠলো নীল
পাগলের মত ছুটে গেল নদীর পাড়ে
সেখানেই ছিল নীলা,
দিশেহারা, ভয়ে কাঁদো কাঁদো
শিমুল গাছটার নিচে
নীল গিয়েই একটা চড় কোষে দিল গালে
তারপর নিজেই কেঁদে জড়িয়ে নিলো বুকে
এ কেমন পাগলামি তোমার!!
শিমুল গাছটা সাক্ষী হয়ে রইলো সে ভালোবাসার...
জানো আজো সেই শিমুল গাছ টা ঠায় দাঁড়িয়ে আছে
আজো নীল মাঝে মাঝেই বসে থাকে সেখানে
একাকী, একটা ঝড়ের অপেক্ষায়
হয়তো দেখা মিলবে কল্পনায়...

একটা ঝড়ের অপেক্ষায়

Read More