31 March 2015


সবাই তো জানো কষ্টের রঙ নীল
কেউ কি জানো সুখের রঙ কি?

সুখের রঙ হচ্ছে সাদা
আসলে সুখ কোন একক নয়
হাসি, রাগ, অভিমান অশ্রু, কষ্ট, স্মৃতি, আনন্দ
এ সব কিছু নিয়েই আসলে সৃষ্টি হয় সুখ
ঠিক যেমন টা রংধনুর সব রঙ মিলে হয় সাদা
রংধনুর এক একটা রঙ হচ্ছে এক একটা অনুভূতি
আর সব মিলে হয় সুখ
তাই সুখের রঙ হচ্ছে সাদা

সুখের রঙ

Read More

29 March 2015


এক একটা রাত আসে আর ঘড়ির কাটার মত টিক টিক করে চলতে থাকে অপেক্ষার কাটা
সারারাত চেয়ে থাকি ফোনের দিকে...
কখন দেখাবে "মেসেজ ডেলিভার্ড"
কিংবা একটা ছোট্ট মেসেজ , "কেমন আছ নীল? তুমি কি ঘুমিয়ে পড়েছ ?"
হটাত ই কখন যেন ঘুমিয়ে পড়ি
ঘুম ভাংতেই হাতড়ে খুঁজে বের করি ফোন টা
আর খুজতে থাকি নটিফিকেশন, মেসেজ , মিসড কল, কিংবা কে জানে কি খুঁজি...
এভাবেই সময় কেটে যায় সময়, দিন গুলো কাটে ব্যাস্ততায় , তার মাঝেই হয়ত আনমনে লিখে ফেলি কোন ছোট্ট মেসেজ "খুব মিস করছি তো, কোথায় তুমি??"
আর হয়ত অজান্তেই পাঠিয়ে দেই একটি চিরচেনা নাম্বারে
কিংবা ইচ্ছে করেই হয়ত শুনি একটি মিষ্টি মেয়েলি কন্ঠ, "আপনার কাংখিত নাম্বার টি" একবার , বারবার অনেকবার
মাঝে মাঝে ভালোই লাগে শুনতে
নিঝুম বিকেলে শূন্যতার মাঝে হটাত ইনবক্স থেকে খুঁজে পাওয়া একটা মেসেজ ই হারিয়ে দেয় অজানায়, স্বপ্ন দেখায়, স্বপ্ন আঁকায়, মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি অদ্ভুত আমিও আকি স্বপ্ন...
আর বাস্তবে এনে দেয় হয়ত দরজায় কড়া নক কিংবা ছুটতে থাকা কোন গাড়ীর হর্ণ...
ঢাকা শহরের এই জিনিষ টা আমার ভালোই লাগে, হটাতি চমকে উঠি, তারপর হেসে উঠি মনের অজান্তেই...
 হটাত ই এক সময় ফোন আসে, তার মিষ্টি কন্ঠে বলে, কেমন আছ নীল.. তারপর যেন সব স্বাভাবিক, কিচ্ছু হয়নি কোথাও, হাসি গল্প লুকোচুরি ঠিক যেন কোন শিল্পীর ছবি আঁকার খাতাটার একটার পর একটা উলটে যাচ্ছে পাতা, দেখে মনে হয় ঠিক কোথায় যেন লেখা

"বইছে স্বপ্নের মেলা
সব দেখা হলো সাড়া
পূর্ণ করবি তো আয়
আমারি এ অবেলায়"

চারিদিকে যেন সুখের ছড়াছড়ি, ঠিক পর মুহুর্তেই আবার সেই লুকানো আর্তনাদ , "প্লিজ যেওনা প্লিজ, প্লিজ আর একটু থাকো, একটু..."
তারপর আবার অজানা, একাকী রাত, ক্লান্ত দুপুর
অপেক্ষা অপেক্ষা অপেক্ষা

বইছে স্বপ্নের মেলা, সব দেখা হলো সাড়া, পূর্ণ করবি তো আয়, আমারি এ অবেলায়

Read More

27 March 2015


নীলাঃ আচ্ছা নীল হটাত করে যদি আমায় খুঁজে না পাও, হটাত করেই যদি আমি হারিয়ে যাই কি করবে?? 
নীলঃ তুমি হারাবে না। কারন তুমি আছো আমার মনে, আর কারো মন থেকে কেউ কখনো হারাতে পারে না তাই অযথা হারানোর চেষ্টা করো না কোন লাভ নেই। যেখানেই যাও খুঁজে নেবো 
নীলাঃ আর যদি একবারে চলে যাই না ফেরার দেশে... 
নীলঃ তাহলে তো অপেক্ষার পালা হবে তোমার, পারবে না অপেক্ষা করতে?? 
নীলাঃ পারবো 
নীলঃ আমি ও পারবো... , নীলা শোন, ভালোবাসি তোমায়... 
নীলাঃ ভালোবাসি ভালোবাসি ভালোবাসি........ 

যদি হারিয়ে যাও

Read More

26 March 2015


অনেক সময় অনেক কিছুই বলার থাকে শুধু বলা হয়ে উঠে না 
আর সেই না বলা কথা গুলোই একদিন হয়ে উঠে চিরচেনা একটা শব্দ "ভালোবাসি" 

না বলা কথা

Read More

15 March 2015


নীলা আজ এমন একটা কাজ করবে নিরব ভাবেনি। প্রস্তুতও ছিল না এজন্য।
অবশ্য থাকার কথাও না। নিরব জানে নীলা একটা পাগলি। মাথায় হুটহাট যা আসবে তাই করবে। কিছুতেই তাকে রোখা যায় না।সেই যে সেবার মধ্যরাতে দু’টো কি তিনটা হবে; হঠাৎ নীলার ফোন।: কি করিস নিরব?: কাবাডি খেলি! রাতে মানুষ কি করে?: স্বপ্ন দেখে।: তো দেখ না। আমার স্বপ্নের তেরটা বাজাস কেন?: কারণ, একটু আগে স্বপ্নে দেখলাম তোকে নিয়ে রিক্সায় ঘুরছি।: আর কোন স্বপ্ন পেলি না!: নিরব…: কি?: চলে আয়।: চলে আয় মানে!: মানে, চলে আয় বাসার সামনে। তোকে নিয়ে রিক্সায় ঘুরব।: মাথা খারাপ নাকি? এত রাতে!: তুই আসবি? নাকি আমাকেই আসতে হবে?নিরবের জানা আছে পাগলিটাকে কিছুতেই বোঝানো সম্ভব না। একবার যেটা মাথায় ঢুকবে সেটা করেই ছাড়বে। তবু প্রায় আধ ঘন্টাখানেক বোঝানোর ব্যর্থ চেষ্টা করে অতঃপর নিরব যেতেই হয়েছিল নীলার বাড়ির সামনে। তবে অত রাতে রিক্সা না পাওয়ায় শেষ রাত অব্দি অনেক হেঁটেছিল ওরা। পাশাপাশি…

আজো চিৎকার করে ডাকে

Read More


অনেক অনেক দিন আগে ঢাকায় একটা মেয়ে থাকত। তার নাম ছিল ছোয়া। দেখতে ছিল অনেক কিউট। সে যখন ক্লাস ৭ এ পড়ে তখন থেকেই তার পিছনে ঘুরঘুর করত অনেক ছেলেপুলে। তাদের মাঝে ইমন ও ছিল।
ইমন সম্পর্কে কিছু বলি...
ছেলেটি ছিল খুব ভদ্র স্বভাবের। এতই ভদ্র ছিল যে মাঝে মাঝে তার ক্লাসের ছেলেরা তাকে অনেক কিছু বলে খেপাত কিন্তু সে কিছু করতে পারত না।

অনেক ছেলের মাঝে কি করে যেন ইমন কে ভাল লেগে গেল ছোয়ার। সে কাউকে বুঝতে দিত না। তবে ইমন কে দেখে তার চেহারার খুশি খুশি ভাব দেখে সবাই ঠিক ই বুঝেনিত কি কাহিনী।
এদিকে ইমনের ও একই অবস্থা । সে নানা রকম প্ল্যান করতে লাগল কি করে ছোয়া কে প্রপোজ করবে। একদিন ছোয়াকে ছুটির পর একা

শেষ বিকেলের মেয়ে

Read More

দুঃখরা একদিন মুছে যাবে ঠিকি হটাত আসা ভালোবাসা আলিঙ্গন নিরবধি
শুভ্র বিকেল হটাত আকাশ নীলচে রাঙ্গা মেঘ চায়ের কাপ এক পলক একাকীত্বের শেষ
মুঠো ভরা সুখ হাসি হাসি মুখ কান্ত জীর্ন সাঝে কি জানি নাই কি জানি নাই কাকে যেন আজ খুঁজে 

আজ তোদের খুঁজে ফিরি

Read More

তুই চলে গেলি,
তারপর...........................
কিছু বিরতি
জোছনা আলোকিত রাত
কেও খুব তাড়াহুড়ো করে কাছে আসলো আর বলল !
"ভালবাসতেই হবে কিন্তু, নচেৎ ছারছিনা"
এ তোমার আমার সাত জন্মের বাধন
সত্যি আমি আঁকড়ে ধরবো!
কত দিনের জমানো কথা মনে হচ্ছে বুকে চেপে আছে তার
আজকের জন্য ছিল দীর্ঘ প্রতিক্ষা ।

দৃষ্টির আড়ালে

Read More

মা তুমি অপরাধী তোমার থেকে শিখেছি ,
কি করে মুখে হাসি বুকে কষ্ট লুকুতে হয়।
মা তুমি ই দায়ি!
তোমার থেকে শিখেছি ,
কি করে মানিয়ে নিতে হয়।
মা তুমি বলেছিলে ,
"কয় জন বড় না মা সয় জন বড় "
ও মাগো আর সইতে পারিনা।
মা তুমি অপরাধী
শিখিয়েছিলে কি করে দায়িত্ব নিতে হয়
মা তুমি অপরাধী শিখিয়েছিলে,

মা তুমি অপরাধী

Read More