15 March 2015

আজ তোদের খুঁজে ফিরি

দুঃখরা একদিন মুছে যাবে ঠিকি হটাত আসা ভালোবাসা আলিঙ্গন নিরবধি
শুভ্র বিকেল হটাত আকাশ নীলচে রাঙ্গা মেঘ চায়ের কাপ এক পলক একাকীত্বের শেষ
মুঠো ভরা সুখ হাসি হাসি মুখ কান্ত জীর্ন সাঝে কি জানি নাই কি জানি নাই কাকে যেন আজ খুঁজে 
আনন্দ হাসি সুখ বিলাসী নীলচে রঙের আকাশে কালো মেঘের দল খুঁজে ফিরি তোকে আমার এই অবসাদে
আয় ফিরে আয় দুঃখরা আয় কোথায় তোদের তরী অস্তিত্বে আজ টান পড়েছে মন টা ভীষণ ভারী দুঃখরা সব কই গেলি তোরা আজ তোদের খুঁজে ফিরি...

0 comments:

Post a Comment

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগায়। তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে এমন কোন মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে !!