15 March 2015

দৃষ্টির আড়ালে

তুই চলে গেলি,
তারপর...........................
কিছু বিরতি
জোছনা আলোকিত রাত
কেও খুব তাড়াহুড়ো করে কাছে আসলো আর বলল !
"ভালবাসতেই হবে কিন্তু, নচেৎ ছারছিনা"
এ তোমার আমার সাত জন্মের বাধন
সত্যি আমি আঁকড়ে ধরবো!
কত দিনের জমানো কথা মনে হচ্ছে বুকে চেপে আছে তার
আজকের জন্য ছিল দীর্ঘ প্রতিক্ষা ।


আমি কেমন জানি মন্ত্র মুগ্ধের মত শুনছি
মুখে কথা আসছেনা
এত মায়া মানুষের কি করে আসে
কি করে এতো সহজে ভালবাসার কথা বলে দেয় কি করে
অধিকার খাটায়
ভালবাসার অনেক অভাব ছিল জীবনে
আমিও কেমন পুষ মেনে গেলাম
ভালবাসি না বাসিনা আজো বলি
সে কেবল হাসে......

0 comments:

Post a Comment

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগায়। তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে এমন কোন মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে !!