17 April 2015



মানুষের মনের ভেতর অনেক গুলো স্তর থাকে
তার পরিচিত মানুষ গুলো সেখানের এক একটি স্তরে দখল করে থাকে।
যখন সে মানুষটি একটি করে এমন কাজ করে, যা সে তার কাছ থেকে কখনো আশা করেনি তখন সে তার সেই স্তর থেকে নিচে নামতে থাকে। এভাবে নামতে নামতে এক সময় সে নেমে আসে একদন শেষ স্তর এ,
এর পরের ব্যাপার টি হয় সবচেয়ে ভয়ংকর
কারন এরপর সে আর মনে থাকে না, আর কেউ যদি একবার মন থেকে উঠে যায় তাহলে আর কোনদিন সে সেখানে ফিরে যেতে পারে না...
তাই কখনো এমন কোন কাজ করতে নেই যাতে কারো নজরে নিচে নেমে যাও, উঠে যাও মন থেকে...
মনে রেখো তুমি কারো না কারো মনের সবচেয়ে উঁচু স্তরে অবস্থান করছো... 

মানের স্তরে তোমার স্থানটি কোথায়???

Read More

15 April 2015



নীলঃ এই তোমাকে বুকের মাঝে জড়িয়ে নিলেই কাঁদতে শুরু কর কেন বলবে??এমন না যে তোমার চোখ মুছে দিতে আমার ভালো লাগে না, তুমি কাঁদছো এইটা আমার ভালো লাগে না, বুকের মাঝে এসে কেউ কাঁদে? পাগলী একটা...
নীলাঃ তোমার বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদার মাঝে অন্য রকম একটা সুখ আছে, ও তোমায় বুঝতে হবে না, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও তো, আমি তোমার বুকে ঘুমুবো এখন, খুব ঘুম পাচ্ছে :)
নীলঃ ^_^

তোমাকে বুকের মাঝে জড়িয়ে নিলেই কাঁদতে শুরু কর কেন

Read More




সখি,ভাবনা কাহারে বলে-
সখি,যাতনা কাহারে বলে?
তোমরা যে বলও দিবসও রজনী-ভালবাসা ভালবাসা।
সেকি কেবলই যাতনাময়,সেকি কেবলই চোখের জল,সেকি কেবলই দুখের শ্বাস!
লোকে তবে করে কি সুখেরী তরে এমন দুখের আশ!
আমার চোখে তো সকলই শোভন,সকলই নবীন,সকলই বিমল-
সুনীল আকাশ,শ্যামল কানন,বিষাদ জোছনা,কুসুমও কোমল
সকলই আমার মত তারা-কেবলই হাসে কেবলই গায়...
হাসিয়া-খেলিয়া মরিতে চায়,না জানে বেদন,না জানে রোদন
না জানে শাদের যাতনা যতন...
ফুল সে হাসিতে হাসিতে জরে,জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা তে আগে কায়।
আমার মত সখি কে আছে,আয় সখি আমার কাছে।
সখি হৃদয়য়ের সুখের গান,শুনিয়া তোদের জুড়াবে প্রান-
প্রতিদিন যদি কাঁদবি কেবল একদিন নয় হাসিবি তোরা,
একদিন নয় বিষাদ ভুলিয়া    সকলে মিলিয়া গাহিব মোরা।।

সখী ভাবনা কাহারে বলে - রবীন্দ্রনাথ ঠাকুর

Read More

08 April 2015



গানঃ আলস্য ( Aloshyo )
এ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো না
শিল্পীঃ অনুপম রায়

                   


লিরিকঃ

সেই গ্রীষ্মের সকাল গুলো তেই
পর্দা ঠেলে সরিয়ে
হাওয়া দিলো ভাসিয়ে…
হাওয়া দিলো ভাসিয়ে
তখন
আমার এ বিছানা ঘুম
ছাড়েনি চোখের কোন
আর হাওয়াতে লাগালো দোল
হাওয়াতে লাগালো দোল
তখন আবার এ জাগে
কোন অচেনা সংগাতে
তখন আবার এ জাগে
কোন অচেনা সংগাতে
যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি
তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না , বুজো না
আমি এলাম বলে
এখনো সময় অনেক বাকি… ওওওও
*♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
আমার মনের এ গোপন পথে
আজো সে বাউন্ডুলে
চোখ রেখে কাটা ঘুড়িতে
হটাত যায় হারিয়ে
আমার
মনের গভিরতা কে
অনুভূতির আঙ্গুলে
স্পর্শ করে দেখনি
স্পর্শ করে দেখনি
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি
তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না , বুজো না
আমি এলাম বলে
এখনো সময় অনেক বাকি… ওওওও

আলস্য - Aloshyo – অনুপম রায় Lyrics

Read More

05 April 2015



নীলা একদিন বললো ,
আমি ঐ নদীর পাড়টায় বসবো
তুমি আসবে??
নীল বলেছিল আসবে
দুপুর গড়িয়ে বিকেল হলো
হটাত ই জমলো মেঘ
নীল বের হবে
কিন্তু তাকে আটকে দিল ঝড়
ভাবলো নীলা বোধয় আসবে না,
দেখছো না বাইছে ঝড়
বিকেল পেরিয়ে যাচ্ছে,
সেদিন বিকেল টা ছিল সায়াহ্ন
আকাশ অন্ধকার
ঘড়ির কাটা ঘুরে ঘুরে সন্ধ্যা
থামছে না তবু ঝড়
হঠাট একটা ফোন এলো
নীলা কোথায়?
চমকে উঠলো নীল
পাগলের মত ছুটে গেল নদীর পাড়ে
সেখানেই ছিল নীলা,
দিশেহারা, ভয়ে কাঁদো কাঁদো
শিমুল গাছটার নিচে
নীল গিয়েই একটা চড় কোষে দিল গালে
তারপর নিজেই কেঁদে জড়িয়ে নিলো বুকে
এ কেমন পাগলামি তোমার!!
শিমুল গাছটা সাক্ষী হয়ে রইলো সে ভালোবাসার...
জানো আজো সেই শিমুল গাছ টা ঠায় দাঁড়িয়ে আছে
আজো নীল মাঝে মাঝেই বসে থাকে সেখানে
একাকী, একটা ঝড়ের অপেক্ষায়
হয়তো দেখা মিলবে কল্পনায়...

একটা ঝড়ের অপেক্ষায়

Read More

04 April 2015



নীলা তোমার কি মনে আছে সেই বৃষ্টি রাতের কথা,
যে রাতে জানালার পাশে বসে ছিলাম দুজন...
হটাত তুমি বললেঃ
নীলাঃ তোমার গল্পের নায়িকা গুলোকে বলে দিবা ভালো হয়ে যেতে ওরা খুব পচা.. 
এই নীল চলনা দুজনে একসাথে জানালা দিয়ে বৃষ্টি ছুই......
নীল :আচ্ছা... আমি জানালা দিয়ে হাত বারিয়ে দিয়েছি...
তোমার হাতটি ঠিক আমার হাতের উপর, আমি তোমার হাত ছুঁয়ে রেখেছি...
নীলাঃ ইস, এই তোমার হাত সরাও, ভিজিয়ে দিব কিন্তু... 
kiki emotic
নীলঃ এই আমার দিকে তাকাও... তোমার চোখে একটু চোখ রাখতে দিবে???
নীলাঃ না দিবো না ...
নীলঃ আচ্ছা না দিলে,
এই বৃষ্টি মাখা হাতে তোমার হাতটি একটু ছুঁয়ে দেই????
নীলাঃ কারনটা জানবে না নীল
নীলঃ বল নীলা, আমি কান পেতে আছি...
নীলাঃ তোমার চোখে চোখ রেখে যদি ফেরাতে না পারি
যদি এই বদ্ধ ঘরে তোমার চোখের নেশায় মাতাল হয়ে যাই,
তখন মাতাল আমায় পারবে কি সামলাতে...............

         আমি তোমায় কি বলেছিলাম তখন মনে আছে নীলা??
""জানো নীলা আমার খুব ভয় হয় তুমি হারিয়ে যাবে...
আর কখনো তোমায় ছুতে পাবো না...
বুকে জড়িয়ে রাখতে পারবো না...
আজ রাতে নীলা নামের এই নীল পরী হয়ত আর কখনো আমার কোলে মাথা রেখে শুতে চাইবে না...
এই ভয় আমাকে ধিরে ধিরে মেরে ফেলছে নীলা... frown emotico"
বৃষ্টিতে পুরনো স্মৃতি গুলো আঁকড়ে ধরে পিছু টানে, আবার কোন বৃষ্টির রাতে জানালার পাশে বসে যদি পাশ ফিরে চেয়ে দেখি তুমি নেই, কখনো কি ভেবে দেখেছ, কি করবে তোমার নীল তখন?????

আবার কোন এক বৃষ্টি রাতে জানালার পাশে বসে

Read More


তোমার খুব সহজ একটা কথা ছিলো, 
আমার একটা কবিতা লিখো... 
আমার জল ভরা শান্ত চোখের 
গড়িয়ে পরা বৃষ্টির- 
যা কেউ দেখেনি! 
সেদিন বৃষ্টি ছিলো। 
শুনে আমার কষ্টের ঘাসফড়িং 
ঠায় খুঁজে যায় বুকে 
কিসে লিখি? মনপাতা যায় পুড়ে। 

তোমার খুব সহজ একটা কথা ছিলো 
আমার একটা গান লিখো 
আমার নিস্তব্ধ অশান্ত মনের 
অব্যাক্ত শব্দের- 
যা কেউ শুনেনি! 
সেদিন নিরবতা ছিল। 
শুনে আমার সুর গুলো শূন্যতায় 
ঠায় খুঁজে বুকে 
কিসে লিখি ? মৌনতা চারিদিকে। 

আমি বরং কাঁদতে পারি অবসাদে 
তোমার জল ভরা শান্ত চোখের 
গড়িয়ে পরা বৃষ্টির মত 
যা কেউ দেখেনি- 
সেদিন শুধু বৃষ্টি ছিলো। 



জানো আমি সেদিন কবিতা লিখিনি 
বুকের কোনায় বেড়ে ওঠা কষ্টের পাহাড়গুলো 
নিজ হাতে ভেঙ্গেছি সেদিন 
মনের সব আধার কোনার ছোট্ট ছোট্ট সুখ বিন্দুগুলো 
আকড়ে এনে বানিয়েছি একটি কুড়েঘর 
তোমার জন্য 
সেদিন সুখ ছিল 

সেদিন শুধু বৃষ্টি ছিল 
সেদিন শুধুই নীরবতা ছিল 
আর ছিল স্বপ্ন 
তোমার ওই শান্ত চোখের জমতে থাকা 
জল গুলো আটকাবার 
সেদিন সুখ ছিল 
সেদিন আমি কবিতা লিখিনি…

সেদিন আমি কবিতা লিখিনি

Read More

01 April 2015


এক মিষ্টি সকালে হটাত পাশ ফিরে
যদি আমায় না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার গায়ে উপচে পরা মিষ্টি রোদে আমি আছি
তোমার ঘুম ভাঙ্গানো পাখির ডাকে আমি আছি...
দুপুরের তপ্ত গরমে হটাত ফিরে দাঁড়িয়ে
যদি আমায় না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার দিকে ছুটে আসা এক ঝাঁপটা দখিনা হাওয়ায় আমি আছি
তোমার ঘেমে যাওয়া শরীরের বিন্দু বিন্দু লোম কূপের অবাধ শীতলতায় আমি আছি...
গোসল সেরে ভেজা শাড়ীতে দাঁড়িয়ে হটাত সামনে তাকিয়ে
যদি আমায় না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার ভেজা চুলে লুটিয়ে পড়া এক পলসা বাতাসে আমি আছি
তোমার ভেজা শাড়ীর আচল চুয়ে পড়া জলের মাঝে আমি আছি
কোন গোধুলী বিকেলে তোমার হাতে হটাত
যদি আমার হাতটি না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার নীল শাড়ীর নীলিমায় আমি আছি
তোমার নীল চুড়ির রিনিঝিনি শব্দে আমি আছি
তোমার নীল টিপে গড়িয়ে পড়া আবছা আধারে আমি আছি

তোমার গাল বেয়ে নেমে আসা ঐ লোনা জলে আমি আছি
হটাত ছুটে এসে জড়িয়ে ধরে তোমার কপালে চুমু এঁকে দেওয়ার বিভোর স্বপ্নে আমি আছি
তোমার হাজারো স্বপ্নের ভিরে তোমার হাতটি ধরে
দূর অজানার পথে আমি আছি,
তুমি তাকিয়ে দেখ নীলা
আমি ঠিক তোমার পাশেই বসে আছি............

ভেবো না আমি নেই

Read More