31 March 2015

সুখের রঙ


সবাই তো জানো কষ্টের রঙ নীল
কেউ কি জানো সুখের রঙ কি?

সুখের রঙ হচ্ছে সাদা
আসলে সুখ কোন একক নয়
হাসি, রাগ, অভিমান অশ্রু, কষ্ট, স্মৃতি, আনন্দ
এ সব কিছু নিয়েই আসলে সৃষ্টি হয় সুখ
ঠিক যেমন টা রংধনুর সব রঙ মিলে হয় সাদা
রংধনুর এক একটা রঙ হচ্ছে এক একটা অনুভূতি
আর সব মিলে হয় সুখ
তাই সুখের রঙ হচ্ছে সাদা

0 comments:

Post a Comment

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগায়। তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে এমন কোন মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে !!