আমার আকাশ কাঁদবে আজ
ওপার মেঘে করেছে সাজ
তুমি আসোনি
তবুও বৃষ্টি এলো
ওপার মেঘে করেছে সাজ
তুমি আসোনি
তবুও বৃষ্টি এলো
আমার সকাল তোমার চোখে
খুঁজছে সুখ অন্তরাতে
ইচ্ছে গুলো আজ এলোমেলো
খুঁজছে সুখ অন্তরাতে
ইচ্ছে গুলো আজ এলোমেলো
ভাগছে ঘুম দেখছে খুব
চোখের তারায় ক্লান্তি সুর
কপাল ছুঁয়ে মিশবে আজি দেখো
চোখের তারায় ক্লান্তি সুর
কপাল ছুঁয়ে মিশবে আজি দেখো
ও ও ও
অপেক্ষাতেই কাটছে দিন
তোমার নেশায় ক্লান্তিহীন
তুমি আসবে হাসবে সকাল গুলো...
অপেক্ষাতেই কাটছে দিন
তোমার নেশায় ক্লান্তিহীন
তুমি আসবে হাসবে সকাল গুলো...
আমার আকাশ কাঁদবে আজ
ওপার মেঘে করেছে সাজ
তুমি আসোনি
তবুও বৃষ্টি এলো........
ওপার মেঘে করেছে সাজ
তুমি আসোনি
তবুও বৃষ্টি এলো........
0 comments:
Post a Comment
আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগায়। তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে এমন কোন মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে !!